
কচুয়া( বাগেরহাট) প্রতিনিধি।। জামায়াতে ইসলামী বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ৬ দিন ব্যাপী উপজেলার বিভিন্ন দুর্গা পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জামায়াতের কচুয়া উপজেলা আমীর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন সভাপতি, পেশাজীবী সংগঠন জামায়াতে ইসলাম ঢাকা, তেজগাঁও মাওলানা মোঃ ইউনুস, রাড়ীপাড়া ইউনিয়ন আমির মাওলানা আলতাফ হোসেন, রাজনৈতিক সেক্রেটারি বাধাল মোহাম্মদ ওয়াহিদুজ্জামান,
মাওলানা শহিদুল ইসলাম খান,গজালিয়া ইউনিয়ন জামাতের আমির মাওলানা আবু হানিফ, হাফেজ ওয়িদুজ্জামান, হাফেজ সাইফুল ইসলাম, কচুয়া উত্তরের শিবির সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ, কচুয়া দক্ষিণের শিবির সভাপতি জুনায়েদ ইসলাম সহ উপজেলা জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ। ##

