
বিশেষ প্রতিনিধি।। পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই করতে রেল মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের দুই সচিব ঈশ্বরদী-ঢালারচর রেলরুট পরিদর্শন করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে দশ দিকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ কোচে রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম এবং সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সচিব এহছানুল হক ঢাকা থেকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এসে পৌঁছান।স্টেশনে পৌঁছালে উপজেলা প্রশাসন ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগসহ স্থানীয় কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করেন। পরে সচিবদ্বয় বাইপাস রেলস্টেশন ঘুরে দেখেন ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।এসময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, রেলওয়ে পশ্চিমাঞ্চল প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মুনসুর আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান, পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূরসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য পাবনা ঢালার চর থেকে পদ্মা রেলসেতুর সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে ঢালার চর–রাজবাড়ী রেল ব্রিজ এবং কাজিরহাট ফেরিঘাট–খায়েরচর রুট চালুর সম্ভাব্যতা যাচাই করতেও তাঁরা সরেজমিনে পরিদর্শন করেন ।

