
আহাদুল্লাহ, সাতক্ষীরা।। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আশাশুনির বড়দল ইউনিয়নের মণ্ডপে মণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আজহারুল ইসলাম মন্টু।
বুধবার শারদীয় দুর্গোৎসব এর মহা নবমীর সন্ধ্যা থেকে শত শত নেতাকর্মী নিয়ে তিনি বামনডাঙ্গা গ্রামের সার্বজনীন দূর্গা পূজা মন্দির থেকে শুরু করে চাম্পাখালী, ডুমুরপোতা, গোয়ালডাঙ্গা, দক্ষিণ বড়দল, মধ্যম বড়দল, বড়দল বাজার, বুড়িয়া, ফকরাবাদ পূর্ব পাড়া ও ফকরাবাদ পশ্চিমপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এবারের শারদীয় উৎসব ঘিরে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিস্থিতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অপচেষ্টা যেন না হয়, সে ব্যাপারে সতর্ক ও সজাগ থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাথে সাথে দলীয় নেতা কর্মীদের আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমার নেতা বিশ্বাস করেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই তারেক রহমানের প্রতি আস্থা রেখে আপনারা নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করুন। আমি বিগত ১৫ বছর ধরে চরম প্রতিকূলতার মধ্যেও আমি আপনাদের পাশে ছিলাম এবং আমৃত্যু পাশে থেকে সেবা দিয়ে যাব।
এর আগে পূজার শুরু থেকেই প্রতিদিন তিনি বড়দল ইউনিয়নের ২০টি মণ্ডপে পর্যায়ক্রমে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন।
এ সময় তার বিভিন্ন সময় সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম বকুল শিকারি,সাবেক ছাত্রনেতাএ কে এম লুৎফুল আলম লতিফ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, সচিব হাসান মোল্লা, ইউনিয়ান ছাত্র দলের সভাপতি একেএম খালিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছোট, ইউনিয়ন বি এন পির নেতা মঞ্জু সরদার, উজ্জ্বল সানা,মাসুদ সানা,প্রসাদ বৈরাগী সহ বড়দল ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫