অশোক মুখার্জি, কলাপাড়া।। কুয়াকাটায় টানা চারদিনের শারদীয় দুর্গোৎসবে ছুটিতে  কুয়াকাটা ছিল উপচে পড়া মানুষের ভিড়, বিভিন্ন স্থান থেকে  পর্যটকরা প্রচন্ড বৃষ্টি  উপেক্ষা করে ছুুটে আসেন  সমুদ্র সৈকত কুয়াকাটায়।   কুয়াকাটায় হোটেল, মোটেল ,  খাবারের দোকানের প্রসাধনী দোকানগুলোতে তিল  পরিমান থাই ছিল না।  বেশ কিছুদিন ধরে পর্যটকদের সমাগম না থাকায় ব্যবসায় ধস নেমেছে ছিল। চার দিনে পর্যটনের আগমনে কিছুটা হলেও পুষিয়ে ছে। সৈকতের দর্শনার্থী স্থানগুলোর মধ্যে  গঙ্গা মতি চর,  কাঁকড়া চর লেবুব চর, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তর শ্রীমঙ্গল বৌদ্ধবিহার মিশ্রি পাড়া বৃষ্টিপারা সৎসঙ্গ মন্দির মিশ্রি পাড়া ইলিশ পার্ক কুয়াকাটার “কুয়া ”  ভ্রমন পিপাসুদের মন কেড়ে নিয়েছেন যা  ছিল চোখে পড়ার মতো। টুরিস্ট পুলিশ পুলিশের  নিরাপত্তা জোরদার ছিল।কুয়াকাটা সমুদ্রে ঘুরতে আসা  সঙ্গে আলাপ কালে ফরিদপুরের গৌতম,মাগুরার শিপন  জানান,বগুড়ার দুলাল চন্দ্র  এবার ঘুরতে এসে অতিবৃষ্টির পরও আমাদের খুব ভালো লেগেছে। এখানে বেড়াতে এসে খুবই আনন্দ উপভোগ করেছি আবারো লম্বা ছুটি পেলে আসবো।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version