
কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ৭ দিনে মেলেনি পাঁচ জেলের সন্ধান, নিখোঁজ ব্যক্তিরা হলেন, মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ইউনুস জানা গেছে ২৮ সেপ্টেম্বর সকালে ধূলাসার ইউনিয়নের নুতনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে মাছ শিকারে বঙ্গোপসাগরে উদ্দেশ্যে রওনা দেন। এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মিলন বিশ্বাসের ভাই বলেন তাবিন বিশ্বাস আমার ভাইসহ আরো চারজন জেলে সমুদ্রের ধরতে গিয়েছেন। সাধারণত তারা দুইদিন পরেই আবার ফিরে আসে, এবার সাত দিন অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ মেলেনি
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এখন সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে হয়তো নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয় ভেসে আছে। স্থানীয় মহাজন বুড়া জানান ওই নৌকা থেকে আমার কিছু দাদনের টাকাও বিনোযোগ ছিল। এখন তাদের কোন সন্ধান না পাওয়া চিন্তায় আছি। জাকির হোসেন জানান ছেলেদের খোঁজে সমুদ্রে আশে পাশে জেলেদের নৌকাগুলো পাঠানো হয়েছে ইতিপূর্বে কোস্টগার্ড প্রশাসনকে জানানো হয়েছে। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, নিঁখোজ জেলেদের সন্ধানে নিয়মিত কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫