
বিশেষ প্রতিনিধি।। পাবনা জেলার আমিনপুর থানাধীন বিরাহিমপুর- সোনাতলা পাকা সড়কটি আজ থেকে অর্ধেকটা বন্ধ হয়ে গেল।
জানা যায় গতকাল ৭ অক্টোবর সোমবার গ্রাম্য প্রধানগণ সহ আমিন দ্বারা বিরাহিমপুর গ্রামের মধ্য পাড়ার মোঃ মসলেম শেখ ও মোঃ মুন্নাফ শিকদারের বাড়ির সীমানা নির্ধারণের জন্য মাপা হলে মসলেম শেখ পাকা রাস্তার অংশ তার সীমানার অংশ হিসেবে আশায় আজ রাতের মধ্যে পাকা রাস্তার অর্ধেক অংশ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে যান চলাচলের বিঘ্ন ঘটে কোনমতে পথচারী ও ভ্যান গাড়ি যাওয়ার যোগ্য রাস্তা আছে।
এদিকে মসলেম সেখ ও তার পরিবারের সদস্যগণ উল্লেখ করেন আমাদের বাড়ির পশ্চিম পাশের রাস্তায় আরো জায়গা আছে ,আমরা সবটুকুই বন্ধ করি নাই।
এ ব্যাপারে পথচারী পার্শর্বতী গ্রামের লোকজন এবং মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় তুলেছে।

