
রাঙা প্রভাত ডেস্ক।। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস-২০২৫ ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মত আমারও একটা স্বপ্ন আছে, একদিন এই দেশটি শিশুদের জন্য হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও ইউনিসেফ প্রতিনিধি রুনা ফ্লাওয়ার্স। এ ছাড়াও, সভায় আরও বক্তব্য রাখেন, শিশু বক্তা রূপ সঞ্চারী চর্চা এবং মো. সামিউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) দিলারা বেগম।
উপদেষ্টা বলেন, এত যুগ ধরে যারা দেশ শাসন করে এসেছিল, অন্যায়, দুর্নীতি যারা করেছে, এই অপশক্তির বিরুদ্ধে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ। লড়াই করে তোমরা দেশটাকে পরিবর্তন করে দিয়েছ। সত্যিকথা বলতে জুলাই আন্দোলন না হলে আমরা বুঝতেই পারতাম না আমাদের কোমলমতি ছোট শিশুরা আমাদের সোনার দেশটাকে এত ভালোবাসে, দেশের জন্য এতটা মায়া, দেশের জন্য এতটা ভাবে।

