
তেরখাদা প্রতিনিধিঃ বুধবার ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্ম পরিষদ শূরা সদস্য অধ্যাপক স. ম এনামুল হক ও ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার। অন্যান্যের মধ্যে রক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসান, এসিসট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রব্বানী, জামায়াত নেতা মাওলানা এম এ হাফিজ, মাস্টার আখতার ফারুক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মাহফুজুর রহমান, মাওলানা শাহজাহান আলী, ‘আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মাস্টার আহসান হাবিব লুনা, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুর রকিব, সিকদার মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগিব, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিল্লাত হোসেন ও সেক্রেটারি আবুল হাসান শেখ।

