
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়ায় (৮ অক্টোবর) বুধবার সকাল ৮টায় বাগেরহাট – শরণখোলা আঞ্চলিক মহাসড়কের পিংগড়িয়া নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। শরণখোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী দোলা পরিবহন যার নম্বর ঢাকা- মেট্রো-ব-১৪-৮৬-৯০ এবং সাইনবোর্ড থেকে
দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে ছেড়ে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শিক্ষক মো:আসাদুর রহমান (৩৫) গুরুতর আহত হয়।পরে এলাকাবাসী শিক্ষক মোঃ আসাদুর রহমানকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন । তিনি সাতক্ষীরা জেলার সাতবসু গ্রামের কালিগঞ্জ থানার বাসিন্দা। তার বাবার মো: সাইফুল ইসলাম ও মাতা- আশুরা খাতুন। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দার বলেন, শিক্ষক আসাদুর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান (এসপি) বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।ঘাতক দোলা পরিবহন টি উদ্ধার করে কচুয়া থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। দোলা পরিবহন গাড়িটির চালক জুয়েল ও হেলপার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ি রেখে পালিয়ে যায়। দুর্ঘটনার পর দৈবজ্ঞহাটী বিশ্বেশ্বর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন । এ ব্যাপারে ভিকটিম মৃত শিক্ষক মোঃ আসাদুর রহমান এর স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং- ২ তারিখ ০৮-১০- ২০২৫।


