কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যাক্ষ ক্ষিতীশ চন্দ্র মন্ডল এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

০৯ অক্টোবর সোমবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র মন্ডলের রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলী হাসান । এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প স্তাবক অর্পণ করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে নিজবাড়ীর পারিবারিক সমাধিস্থলে নিজ স্ত্রীর পাশেই তাকে সমাহিত করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মো: হাতেম আলি,মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান তোতা,বীর মুক্তিযোদ্ধা সাবেক সহকারি অধ্যাপক প্রতাপ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা রমা দাস (ক্ষুদিরাম) প্রমুখ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সাবেক উপাধ্যক্ষ ক্ষিতীশ চন্দ্র মন্ডল গতকাল সন্ধ্যা ছয়টায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৫ মেয়ে,১ ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version