
আরিফ আহমেদ মুন্না।। বরিশালের বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইএফআইসি ব্যাংকের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে ব্যাংকের বাবুগঞ্জ শাখায় ওই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির উপজেলা সম্পাদক আরিফ আহমেদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বাবুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির।
আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিক্ষক সাধনা রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান দিপু সিকদার, ব্যাংকের ক্যাশ ইনচার্জ কাজী নাফিউন আলম প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতাকালে বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না বলেন, ‘আইএফআইসি ব্যাংক দেশের সুপ্রাচীন একটি নির্ভরযোগ্য ও স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন বেসরকারি ব্যাংক, যা ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আইএফআইসি ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি (পিএলসি) হলেও এর ৩৩% মালিকানা রয়েছে সরকারের কাছে। দেশের ব্যাংকিং খাতে বর্তমানে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। কিছু ব্যাংক গ্রাহকদের বড় অংকের টাকা দিতে পারছে না। তবে আইএফআইসি ব্যাংক নিয়ে ভাবনার কিছু নেই। এই ব্যাংক কখনো বন্ধ কিংবা দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। আইএফআইসি ব্যাংক দীর্ঘ ৪৯ বছর দেশের অনেক খারাপ সময় পার করে, অনেক উত্থান-পতনের সাক্ষী হয়ে আজো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।’
সভাপতির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের বাবুগঞ্জ শাখা ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ‘আইএফআইসি ব্যাংক একটি সেরা লাভজনক ব্যাংক। এই ব্যাংক তাদের গ্রাহকদের সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে। জমার উপরে দৈনিক ভিত্তিতে মুনাফা দেওয়া হয়, যা মাস শেষে গ্রাহকের হিসাবে জমা হয়। আইএফআইসি ব্যাংকের অনেকগুলো আকর্ষণীয় ডিপোজিট স্কিম রয়েছে। এরমধ্যে মাসিক ইনকাম স্কিম (MIS), ডাবল ডিপোজিট স্কিম (DRDS), IFIC আমার ভবিষ্যৎ স্কিম এবং বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিম (FDR) অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় স্কিম। এছাড়াও আইএফআইসি ব্যাংকের কার্ড দিয়ে দেশের সকল এটিএম বুথ থেকে যেকোনো সময় ফ্রি টাকা তোলা যায়। বর্তমানে সারাদেশে আইএফআইসি ব্যাংকের ১ হাজার ৪১৪টি শাখা এবং উপশাখা রয়েছে।’