
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। বাংলাদেশ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে একঝাঁক তরুণ উদ্যোক্তা ও অভিজ্ঞ ব্যবসায়ীদের নিয়ে দেশের প্রাকৃতিক ঐশ্বর্যের প্রতীক ও বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে বিশেষ ভ্রমণ করেছেন। সংগঠনের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এ ভ্রমণের আয়োজন করা হয়।
সিনিয়র ব্যবসায়ী আক্তারুল ইসলাম ও জয়নাল সরদার সহ শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টায় ভ্রমনে বের হন।
উপজেলার বুধহাটা বাজার থেকে বাসযোগে যাত্রা শুরু করে সুন্দরবনের কলাগাছী, আকাশনীলা ও আশপাশের নদীপথ ঘুরে এবং প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করেন। এ নদীতে দেখা যাবে অসংখ্য পাখির সারি, জেলেদের জীবনযাত্রা, বনের ঘন সবুজ গাছপালা এবং সুন্দরবনের বন্যপ্রাণীর অপার লীলাভূমি। ভ্রমণকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দ। যাত্রার শুরুতেই উদ্যোক্তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তোলা হয় দলগত ছবি ও ভিডিও। সবার মুখে হাসি আর প্রাণচাঞ্চল্য—প্রকৃতি ও সহকর্মীদের সঙ্গে এক অবিস্মরণীয় দিন কাটানোর প্রত্যাশা তাদের মধ্যে স্পষ্ট।
এ ভ্রমণের মূল লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং আশাশুনি উপজেলার ব্যবসায়ী সমাজের মধ্যে একতা, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে নতুন ভাবনা, বাজার সম্প্রসারণের কৌশল এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আনারুল ইসলাম বলেন, “আমরা শুধু ব্যবসা নয়, সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। তরুণ উদ্যোক্তারা যেন পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করে, নিজেদের চিন্তাভাবনা আরও প্রসারিত করতে পারে—এই ভ্রমণ সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের নতুন অনুপ্রেরণা যোগাবে।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে কিছু সময় প্রকৃতির মাঝে কাটানো মানসিক প্রশান্তির পাশাপাশি নতুন করে কাজের উৎসাহ জোগায়। আমরা চাই ব্যবসায়ী সমাজ শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক বন্ধন ও ইতিবাচক নেতৃত্বেও উদাহরণ সৃষ্টি করুক।”

