
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।।সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গতকাল জেন্ডার রেসপন্সিভ কোস্টাল এ্যাডাপ্টেশনএনডিপি ও ঘূর্ণিঝড় কর্মসূচি সিপিপি দুদিন ব্যাপী স্বেচ্ছাসেবক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসারও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নূর মোহাম্মদ সহকারী পরিচালক সিপিপি আশাশুনি, মেছপাউর রশিদ উপ পরিচালক সিপিপি বরগুনা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আহাদুল্লাহ সানা, আব্দুল জলিল টিম লেডার সিপিপি আশাশুনি,মোঃরফিজ্জামান মুন্না সিপিপি শ্যামনগর। উক্ত প্রশিক্ষণে ২৫ জনের মত পুরুষ ও মহিলা সিপিপি সদস্য অংশগ্রহণ করেন।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫