
শাহজাহান হেলাল, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি।। “রোগ হলে চিকিৎসা করবো? না- রোগমুক্ত জীবন গড়বো” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারন সভা ও কমিটি গঠন হয়েছে। ১১ অক্টোবর . শনিবার বেলা ১১টায় মধুখালী মধুবন সপিং মলের ছাদে বাষিক সাধারন সভার প্রথম পর্বে মধুখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি মৃধা আঃ রাজ্জাকের সভাপতিত্বে সহকারী অধ্যাপক সঞ্জিব কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র এএসপি মধুখালী সার্কেল মোঃ আজম খান। এ সময় আরো বক্তব্য রাখেন মধুখালী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, মধুখালী ডায়াবেটিক সমিতির ঢাকাস্থ লিয়াজো কমিটির সভাপতি প্রকৌশলী জাওয়াদুল করিম, মধুখালী ডায়াবেটিক সমিতির ঢাকাস্থ লিয়াজো কমিটির সদস্য সচিব অধ্যাপক ডঃ মাশসুদ্দিন ইলিয়াস,ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মৃধা ডাঃ শাহিনুজ্জামান,রাজ্জাক খান জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খানসহ প্রমুখ।
মধুখালী ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভার দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ আব্দুস সামাদ। মধুখালী ডায়াবেটিক সমিতির আয় ব্যায়ের হিসাব পেশ করেন সমিতির সাধারন সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্যা। সাধারন সভায় সর্বসম্মতিক্রমে নির্বাহী সদস্য সংযেজন বিয়োজন এ আবু সাঈদ মিয়া সভাপতি ও মোঃ নুরুজ্জামান মোল্যাকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় । এই কমিটি আগামী ৩ বছর দায়ীত পালন করবেন।

