
শাহজাহান হেলাল, ফরিদপুর।। “সমম্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ”প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উলক্ষে মধুখালী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ফরিদপুরের মধুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ভবন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়। র্যালি পরবর্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেলের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ভবন চত্বরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ এরফানুর রহমান,কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুবএলাহী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন,সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ অন্যান্য দপ্তর প্রধানগণ। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন প্রধান মোঃ রাশেদুল আলমের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।


