
তেরখাদা প্রতিনিধিঃ সোমবার ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে শীতকালীন শাক সব্জির বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি. শেখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডাল পল বালা, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল এবং এস এ পিপি ও মোঃ রফিকুল ইসলাম।
এদিনে বসতবাড়ির আঙ্গিনায় সব্জি চাষের জন্য ১০০জন কৃষকের মাঝে ৭ প্রকারের সজি বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া মাঠ ফসল হিসেবে ১৮০জন কৃষকের মাঝে হাইব্রিড সব্জি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।