
আব্দুল বারী
সরকার কক্সবাজার বিমান বন্দরকে “আন্তর্জাতিক বিমান বন্দর” ঘোষনা করেছে সরকার। এ’ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতি মধ্যেই জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়। এতে আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা কক্সবাজারে অধিকহারে বেড়ে যাওয়ার নতুন দ্বার উন্মোচিত হলো। এর ফলে পর্যটন শহর কক্সবাজার উন্নীত হলো আন্তর্জাতিক মানে।
এই নিয়ে এখন বাংলাদেশে ৪টি আন্তর্জাতিক বিমান বন্দর হলো। বিমান বন্দরটির রানওয়ের দৈর্ঘ্য হবে ৯ হাজার ফিট এবং প্রস্ত হবে ২০০ ফিট। বর্তমানে বন্দরটিতে চারটি ডমেসটিক ( অভ্যন্তরীণ) ফ্লাইট নিয়মিত ওঠানামা করছে।
আন্তর্জাতিক ফ্লাইট চালুর জন্য বিদেশী এয়ারলাইন্সকে আকৃষ্ট করতে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ(বেবিচক) আলোচনা চালাচ্ছে।