কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। গত শনিবার ১১ই অক্টোবর বাগেরহাটের কচুয়া উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ৫ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় কচুয়া উপজেলা পরিষদের গেট সংলগ্ন প্রেসক্লাব চত্বরে কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। এ মানববন্ধনে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক মো: সোহান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, প্রেসক্লাবের সদস্য শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ। এই সময় আরো উপস্থিত ছিলেন নন্দিত টিভির জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য তরিকুল ইসলাম, চ্যানেল এস এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য রাকিবুল হাসান, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক সিকদার সাইদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের তারিকুজ্জামান মুন্না, আনন্দ টিভির এস কে এম হুমায়ুন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মইনুল ইসলাম সিকদার, রাকিব শেখ , সাংবাদিক মুন্না শেখ, রাসেল শেখ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫