
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। সাতক্ষীরায় বিজিবি ও কাস্টমস এর শুল্ক গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক করা হয়েছে। বিজিবি অভিযানে আটক ভারতীয় মালামালের মূল্য ৭ কোটি ৩৯ লক্ষ ২১ হাজার পাঁচশত টাকা। এছাড়া বিজিবির নিয়মিত অভিযানে আরো ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ ১১ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল আটক করা হয়। কাস্টমস এর শুল্ক গোয়েন্দা বিভাগের অপর অভিযানে ৮ হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ী ও ৬৮পিস ভারতীয় লেহেঙ্গা আটক করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে ভোমরা আইসিপি দিয়ে আগমনকৃত ভারতীয় খৈল বোঝাই ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় অতি উন্নতমানের ও উন্নতমানের শাড়ী, থ্রী-পিস, ব্লাউজ ও ফেন্সিডিল লুকিয়ে আনা হবে। এরূপ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা স্থলবন্দর ১নং গেইটের নিকট অবস্থান গ্রহণ করে। গত ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় ভারতীয় ট্রাক (ডব্লিউবি-৫৭ডি৬১৫১) গাড়ীর চালক বসিরহাটের মোঃ লিটন মিয়া এবং হেলপার মো. সাগর মিয়া ট্রাকটি বিজিবি চেকপোষ্টে ভারতীয় খৈল ৩০ টন রয়েছে মর্মে লিপিবদ্ধ করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে এবং যানজট থাকায় গাড়িটি ফলমোড় নামক স্থানে অবস্থান করে।
আভিযানিক দল গাড়ীটি রাস্তার পাশে সাইড করতে বললে গাড়ীর চালক তাদের নির্দেশনা অমান্য, আইন ভঙ্গ করে বিজিবি এর নিয়মিত কাজে বাঁধা প্রদান এবং দায়িত্ব পালনে নিবৃত করার জন্য বিপদজনকভাবে গাড়ীটি চালিয়ে দ্রুত কাস্টমস পার্কিং এর দিকে চলে যায়। গাড়িটি অনুসরণ করে আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হলে কাস্টমস এর গেইট বন্ধ অবস্থায় স্থল বন্দরের লেবার দ্বারা ভারতীয় ট্রাক হতে মালামাল বাংলাদেশী ট্রাক যথাক্রমে ঢাকা-মেট্রো-ট-১৬-৩৬১৩ এবং ঢাকা-মেট্রো-ট-২২-৫৯০৩ এর চালক ও হেলপার এর তত্ত্বাবধানে আনলোড করতে দেখে। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে উপস্থিত লেবারসহ ভারতীয় ও বাংলাদেশী ট্রাক চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল উক্ত জায়গা ও যানবাহন তল¬াশী করে ১২ লাখ টাকার ২০ হাজার কেজি ভারতীয় খৈল, ২ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকার অতি উন্নতমানের ২ হাজার ৪৮৯ পিস শাড়ী, ১ কোটি ৮৯ লাখ টাকার ২ হাজার ১০০ পিস উন্নতমানের শাড়ী, ৩২ লাখ ২২ হাজার টাকার ৩৫৮ পিস অতি উন্নমানের থ্রি-পিস, ১২ লাখ টাকার ১৫০ পিস উন্নতমানের থ্রি-পিস, ২ লাখ ৫ হাজার টাকার ২০৫ পিস ব্লাউজ, ৬০ হাজার টাকার ৪০০ বোতল ফেন্সিডিল, ৯০ লাখ টাকার একটি ভারতীয় ট্রাক, ১ কোটি ৪০ লাখ টাকার ২টি বাংলাদেশী ট্রাক আটক করে। যার সর্বমোট মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য এবং ট্রাক আইনী প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কাস্টমস এর শুল্ক গোয়েন্দা বিভাগের অপর অভিযানে ৮ হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ী ও ৬৮পিস ভারতীয় লেহেঙ্গা আটক করে। তবে কাস্টমস এর পক্ষ থেবেক এব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনটি আটক পন্যের কোন ছবিও সাংবাদিকদের তুলতে দেওয়া হয়নি।
এদিকে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ ১১ লক্ষ ৬২ হাজার পাঁচশত টাকার ভারতীয় ঔষধ আটক করে।