
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলায় পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইয়োথ ফর দ্যা সুন্দরবন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন ও দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন। রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া অনুষ্ঠানে বিষয়ের উপর শিক্ষণীয় ভিডিও চিত্র প্রদর্শন করেন। কর্মশালায় উপজেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা জি এম মুজিবুর রহমান, ইয়োথ ফর দ্যা সুন্দরবনের উপজেলা আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি, যুব ফোরাম সদস্য আসাদুল্লাহ আল মাসুদ, দলোয়ার হোসেন ও শিউলি মন্ডল আলোচনা রাখেন। অনুষ্ঠানে সুন্দরবন থেকে মধু আহরণ, গোলপাতা-কাঠ সংগ্রহকারী, মাছ ধরার কাজে নিয়োজিত বনজীবিরা অংশ নেন তাদের অভিজ্ঞতা ও কর্মশালায় অংশ নিয়ে অভিপ্রায় সম্পর্কে মতামত ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণকারীরা স্থানীয়ভাবে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।