তেরখাদা প্রতিনিধিঃ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে তেরখাদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে হাত ধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আঢরোজ স্বর্ণা।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোরুল কুদ্দুস,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন,ইউ আর সি ইন্সটেক্টর মোঃ নাজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কাদির,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন । সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


