
❑ আরিফ আহমেদ মুন্না ✍️।। বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমি।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিশু একাডেমির প্রশিক্ষক সুরভী জাহান নিশি ও ফাতেমা আক্তার লিওনি প্রমুখ। আলোচনা সভা শেষে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে নাচগানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে শিশু একাডেমির নিয়মিত শিল্পীরা।
‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৬ অক্টোবর বর্ণিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
শিশু অধিকার সপ্তাহে কন্যাশিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং সকল শিশুদের নিয়ে ৭ দিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উৎসবমুখর সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন ফুল-পাখি-প্রজাপতিদের মিলনমেলায় পরিনত হয়।


