
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ায় ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিশ্লেষণের জন্য বিভিন্ন সেক্টর এর সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা পরিষদ সভা কক্ষে দুপুর ১২ টায় UHC ও ব্রাকের সহযোগিতায় আয়োজিত জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাচান মাহমুদ। সভায় প্রধান আলোচক ছিলেন কচুয়া উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিশংকর পাইক। এছাড়াও উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর প্রোগ্রাম অফিসার বর্না রানী সাহা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।