
রাঙা প্রভাত ডেস্ক।।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) হল ও হোস্টেল সংসদ নির্বাচনের অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
এতে ভিপি পদে রিপুল চাকমা ২১৭ ভোট ও জিএস মো. কবির আলী ১৭২ ভোট পেয়ে বিজয় হয়েছেন। ভিপি প্রার্থী আদিবাসী সমর্থিত এবং জিএস ও এজিএস স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এছাড়া, এজিএস অনন্ত কির্ত্তনীয়া ১৭৫, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক রুমনজয় তঞ্চঙ্গ্যা ২৯৭, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনষা ত্রিপুরা ৩০৫, দপ্তর সম্পাদক অরিয়ন চাকমা ৩১২ ভোট পেয়ে জয় লাভ করেন।