রূপসা (খুলনা) প্রতিনিধি।। রূপসায় ডোবা থেকে রেজাউল ইসলাম (১৮) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনে ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যবসা করে আসছে ।
গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তার পিতা রেজাউলকে দোকানে রেখে বাড়ি চলে যান।
রেজাউল ওই রাতে আর বাড়িতে না যাওয়ায় পরের দিন পরিবারের লোকজন খোঁজা-খু্ঁজির পর রেজাউলের সন্ধান মেলেনি।
বোরবার স্থানীয়রা রেজাইলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রূপসা থানার এসআই মোঃ ইমরান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫