
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নারী তিল্লে গ্রামের অধির কুমারের সহধর্মিনী। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী কৃষক জানান, “ট্রেন আসার কিছুক্ষণ আগে তাঁকে রেলগেটের পাশে ঘোরাঘুরি করতে দেখেছিলাম।”
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, “চালকের মাধ্যমে জানতে পারি, এক নারী ট্রেনে কাটা পড়েছেন। পরে রেল পুলিশকে খবর দেওয়া হয়।”
যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

