
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।।প্রায় ১১ কোটি টাকার বকেয়া পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক–কর্মচারীরা।
রোববার সকালে মিলের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তারা বছরের পর বছর ধরে পাওনা টাকা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা শিল্প উপদেষ্টা বরাবর স্মারকলিপি মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ.ন.ম জোবায়ের হোসেনের নিকট জমা দেন।
অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা জানান, গ্র্যাচুইটি বাবদ প্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে।
তারা বলেন, “টাকার অভাবে অনেকে চিকিৎসা নিতে পারেননি, কেউ কেউ অভাব-অনটনে মারা গেছেন।”
এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে যোগ দেন মিলের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল বলেন,
“বছরের পর বছর আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। শেষ বয়সে এসে অনেকে পরিবারের বোঝা হয়ে গেছেন।”
তারা আরও জানান, আগামী ২৬ অক্টোবর তারা বিসিআইসি সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন এবং প্রধান উপদেষ্টা বরাবর আরেকটি স্মারকলিপি দেবেন।
মিলের এমডি আ.ন.ম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবির বিষয়টি স্বীকার করে বলেন,
“স্বারকলিপির কপি হেড অফিসে পাঠানো হয়েছে, সিদ্ধান্ত নেবে মূল কার্যালয়।”
এই ঘটনায় চিনিকল এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় জনমনে।


