
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।।কচুয়ায় টিসিবির পন্য বিতরণ শুরু হয়েছে।২১ অক্টোবর মঙ্গলবার উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে কচুয়া ইউনিয়নের কার্ডধারী প্রতি পরিবারের মাঝে ও বাধাল ইউনিয়নের কার্ডধারী প্রতি পরিবারের মাঝে এ টিসিবি পন্য বিতরণ করা হয়। প্রতি কার্ডধারী পরিবার পাবে ৫ কেজি চাল,২ কেজি মসুর ডাল, ২ কেজি সয়াবিন তৈল ও ১ কেজি চিনি মোট প্যাকেজ ৫৪০/- টাকার বিনিময়ে দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান,উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ,বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও ট্যাগ অফিসার মো: রায়হান হোসেন এবং মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স মো: জাহাঙ্গীর হোসেন সহ আরো অনেকে । সকলের উপস্থিতিতে টিসিবির এসব পণ্য বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান আমাদের প্রতিনিধিকে জানান যে, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই টিসিবির পণ্য কার্ডধারী দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে।