
বিশেষ প্রতিনিধি।। পাবনা জেলার বেড়া উপজেলায় ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে বেড়া মডেল থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কাগমাইরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলামের নির্দেশনায় এসআই আলী আজম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কাগমাইরপাড়া মানিক-মেহেদী হাসান ফুড কর্নারের প্রায় ২০ গজ পশ্চিমে একটি ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো–১৫-৪৮১৯) থেকে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা ট্রাকচালক সামাউল (৩১), পিতা হাবিবুর রহমান, এবং সহকারী রফিকুল (৩০), পিতা কুসুম মণ্ডল।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ এ.কে.এম হাবিবুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকে মাদক বহন করা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে আমরা মাদকসহ দুইজনকে আটক করি।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেন্সিডিল ও বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।