
* বিভিন্ন মহলের শোক।
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর,বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব সরদার বজলুর রহমান (৯০)বার্ধক্য জনিত কারণে ২২ অক্টোবর দিবাগত রাত ২ টায় ইন্তেকাল করেন।
কচুয়ার বিশিষ্ট সমাজসেবক উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এর পিতা, কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, সাবেক প্রধান শিক্ষক, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন তিনি ।তার মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও ৫ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা পদ্নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজের জানাজা শেষে নিহতের মরদেহ পদ্মনগর- ইজারা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা তারা হলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি নেতা ড: ফরিদুল ইসলাম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম,জেলা বিএনপি নেতা কামরুল ইসলাম গোড়া, মোংলার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী, জেলা বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, জেলা বিএনপি নেতা অহিদুল ইসলাম পন্টু, জেলা বিএনপি নেতা খাদেম নেয়ামুল নাসির আলাপ, সাবেক যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,সাবেক উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মো: হুমায়ুন কবির,যুবদল নেতা মো:ওয়ালিউর রাসুল, শিকদার মসিউর রহমান মুক্তা, এমদাদুল হক মাসুদ,সেখ সুজন,সেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ,ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক হিমেল খান, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুরূপভাবে বাংলাদেশ জামায়াত ইসলাম এর পক্ষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিভাগীয় জামায়েত এর সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াত এর যুব বিভাগের প্রধান মাঞ্জুরুল হক রাহাত,জেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোস্তফা শহীদুল্লাহ, কচুয়া উপজেলা জামায়েত এর আমির মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
অনুরূপভাবে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস সহ প্রেসক্লাব কচুয়ার সকল সাংবাদিকবৃন্দ।
অনুরুপভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ।