
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। “কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, বেকারমুক্ত সমাজ গড়ি”-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের একটি হোটেলের সভাকক্ষে বেকার যুবকদের জন্য ব্যবসা প্রমোশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থান বা আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্য নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি -এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)-এর বাস্তবায়নে ‘ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট অ্যান্ড চাইল্ড প্রোটেকশন’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রকল্পের সহযোগিতায় বেকার যুবকরা কারিগরি বিষয়ে দক্ষ হচ্ছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।
প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুর রহমান।
সদর উপজেলায় বর্তমানে মোট ৪৮ জন উপকারভোগী বেকার যুবক বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন। বক্তারা জোর দিয়ে বলেন, যেকোনো কাজের সফলতা অর্জনের জন্য দক্ষতা অত্যন্ত জরুরি। বেকার সমস্যা সমাধান কল্পে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বক্তারা যুবকদের প্রতি আহ্বান জানান-“কাজ শিখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
বক্তারা আরও জানান, এই প্রশিক্ষণ থেকে ব্যবসায়িক ধারণা নিয়ে অনেক যুবক নতুন ব্যবসা শুরু করবেন। এর আগে, ২০০ জন তরুণ যুবক একই ধরনের প্রশিক্ষণ নিয়ে সফলভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, কাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস।