
মানিক ঘোষ, ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহ-০৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পন্নাতলা ও কুলবাড়িয়া কাজলের মোড় বাজারে বিএনপির তৃণমূল জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
হামিদুল ইসলাম হামিদ স্থানীয় বাজারে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন। তিনি বলেন—
“তারেক রহমানের ৩১ দফা হলো নতুন বাংলাদেশের নীলনকশা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বাজারের দোকানপাট, হাটের জনতা ও রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের আহ্বান জানান।
স্থানীয়রা জানান, হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এমন জনসংযোগে এলাকায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
“তিনি সবসময় মানুষের পাশে ছিলেন, মাঠে থাকেন—এটাই আমাদের ভরসা,” বলেন স্থানীয় এক ব্যবসায়ী।
দিনব্যাপী চলা এই জনসংযোগ কর্মসূচি শেষ হয় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে।