
✪ আরিফ আহমেদ মুন্না ➤ বরিশালের বাবুগঞ্জে শিখন ঘাটতি দূরীকরণ ও শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাবেক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমানকে ওই বিদায়ী সংবর্ধনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা সরোয়ার হোসেন ও মোঃ অহিদুল ইসলাম। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খায়রুন নাহার, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর হোসনে আরা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোক্তার হোসেন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবদুর রাজ্জাক বাচ্চু, বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা বেগম, দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উত্তর দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী দাস, খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা কনা, জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সম্পাদক আবুল কাশেম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আল-আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রাসেল প্রমুখ।

সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মানপত্র পাঠ করেন মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নার্গিস। উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই শিক্ষক সমন্বয় ও সংবর্ধনা সভায় বিদায়ী অতিথিকে এসময় ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ অতিথিরা। শিক্ষার মানোন্নয়নে ওই সমন্বয় সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানটি উপজেলার প্রাথমিক শিক্ষকদের একটি মিলনমেলায় পরিনত হয়।

