
বিশেষ প্রতিনিধি।। নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে ডাব চুরি করতে গিয়ে আসলাম হোসেন (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আধাইপুর ইউনিয়নের উত্তর পারিচা গ্রামের মোলায়েম হোসেনের পুত্র।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর (মধ্যে পাড়া) গ্রামে আবু মূসার পুকুর পাড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন ভোরে এক কৃষক ও তার স্ত্রী মাঠে ফসল তুলতে যাচ্ছিলেন তাদের সামনে একটি ডাব পড়ে আছে। ডাবের দিকে নজর পরতেই দেখতে পান গাছের নিচে পুকুর পাড়ে এক ব্যক্তির লাশ পড়ে আছে। জাকির হোসেন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
আরও জানা যায়, আসলাম হোসেনের পরনে একটি ঢিলেঢালা গেঞ্জি ছিল। গেঞ্জির ভিতরে তার বুকে তিনটি ডাব ছিল। চাপা পড়ে একটি ডাব ফেটে যায় এবং ডাবের ওপরেই পড়ে ছিল মৃত ব্যক্তি।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত আসলাম এলাকায় নেশাখোর হিসেবে পরিচিত ছিলেন। তার বাবা মোলায়েম হোসেন জানিয়েছেন, তিনি নেশা করতেন; ভালো করার জন্য জেলখানায় রাখলেও কোনো সুফল হয়নি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

