
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রী বন্ধ হচ্ছেনা। রোগিদের জীবন নিয়ে খেলা শুরু হয়েছে, নিরাপদ নেই কোন রোগি।
বুধহাটা বাজারে মেয়াদ উত্তীর্ণ ও চিকিৎসক স্যাম্পল ঔষধ বিক্রীর ঘটনা দীর্ঘ দিনের। এনিয়ে রোগি ও ক্রেতাদের সাথে অরোকবার ব্যবসায়ীদের হাতাহাতি, গোলযোগ হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও ঔষধ জব্দ করার ঘটনা ঘটেছে। কিন্তু থামছেনা অবৈধ কারবার। নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকার সাধারণ মানুষ।
রবিবার বাজারের চিকিৎসক আঃ হামিদ রেনোভিট নামে একটি ইনজেকশান স্থানীয় একটি ফার্মেসী থেকে ক্রয় করে রোগিকে পুশ করার সময় স্পায়ার ডেট দেখতে গিয়ে দেখেন ঔষধদের উৎপাদনের তারিখ ডিসেম্বর ২০২২ এবং স্পায়ারের তারিখ ডিসেম্বর ২০২৪। অর্থাৎ প্রায় ১০ মাস আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
এলাকাবাসীর দাবী অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। এব্যাপারে উপজেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ও জোরাল ভূমিকা গ্রহনের জোর দাবী জানান হয়েছে।

