বিশেষ প্রতিনিধি।। পাবনা সদর উপজেলার হাজীরহাট–কালিদাহ সড়কে করিমনের ধাক্কায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০ টার দিকে হাজীরহাট পার হয়ে কালিদাহ মোড়ের পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি করিমন দ্রুতগতিতে চলার সময় রাস্তা পার হওয়া এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা দ্রুত পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি “স্বাধীন বার্তা” নামের একটি স্থানীয় ফেসবুক পেজে প্রচারিত হলে দোগাছি ইউনিয়নের মুনিবপুর গ্রামের স্বজনরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। পরে সদর থানার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক আসিফ জানান, “এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। নলদাহ থেকে হাজীরহাট জজকোর্ট পর্যন্ত করিমন ড্রাইভারদের কোনো নিয়ন্ত্রণ নেই— অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়। এতে দুর্ঘটনা যেন নিত্যকার ঘটনায় পরিণত হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ডিউটি অফিসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, পাবনা সদর থেকে হাজীরহাট হয়ে কালিদাহ পর্যন্ত সড়কটিতে ট্রাফিক নিয়ন্ত্রণ বা গতি সীমা বাস্তবায়নের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এ সড়ক সংস্কার ও নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা এখন রোজকার আতঙ্কে দাঁড়িয়েছে।


