
নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদল কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল চারটায় কচুয়া উপজেলা বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত এ পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মহিউদ্দিন।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম।বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন ও সেখ হুমায়ুন কবির ।
সভা সঞ্চালনায় ছিলেন যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক সিকদার মশিউর রহমান মুক্তা। প😎থসভায় আরও বক্তৃতা করেন উপজেলা যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,মোঃ লিয়ান শিকদার,মোঃ ওবায়দুল হোসেন,শেখ সুজন, মোহাম্মদ রবিউল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের সভাপতি-সম্পাদকবৃন্দ।
সভা শেষে সন্ত্রাসীদের হাতে নিহত যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

