
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবার উদযাপিত হলো ভিন্ন আমেজে—উল্লাসে নয়, বরং মানুষের কল্যাণ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতায়।
দলীয় ব্যানার-ফেস্টুনের বাইরে গিয়ে তারা বেছে নিয়েছে এক অনন্য উদ্যোগ—চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করে “জীবন ও জীবিকার” বার্তা ছড়িয়ে দিলেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর তীরে আয়োজন করা হয় এই পোনা অবমুক্ত কর্মসূচির।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অসংখ্য নেতাকর্মী।
সাইফুল ইসলাম ফিরোজের অনুপ্রেরণামূলক বক্তব্যপ্রধান অতিথি ফিরোজ বলেন “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে, থাকবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় দলের ভূমিকা ইতিহাসে অম্লান।
আজকের এই মাছের পোনা অবমুক্ত কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি একটি প্রতীকী বার্তা, যাতে মানুষ স্বনির্ভর হয়, প্রকৃতি রক্ষা করে, নিজের হাতে গড়ে তোলে জীবিকার উৎস।
তিনি আরও বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা মেটাতে মাছ চাষের বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সবখানেই ছোট ছোট খামার গড়ে তুলতে হবে। আমরা চাই যুব সমাজ স্বনির্ভর ও কর্মসংস্থানে এগিয়ে আসুক।
উদ্যোগটিকে স্থানীয়রা দারুণভাবে গ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন, রাজনীতির এই ইতিবাচক চর্চাই সমাজে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। নদী ও প্রকৃতির সঙ্গে এমন সম্পৃক্ততা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও শিক্ষণীয় উদাহরণ।
