
আহাদুল্লাহ সানা সাতক্ষীরা প্রতি নিধি।। পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস খুলনা অঞ্চল কতৃক আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে ক্যাথলিক চার্চ সাতক্ষীরা মিশন হলরুমে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন
মিসেস দিপালী রায়, পিআইসি সদস্য।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন : রেভা: ফা: ডমিনিক সরকার, সিএসসি, সাতক্ষীরা ধর্মপল্লী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেভা: ফা: আশিষ রোজারিও, সিএসসি ও সিষ্টার সোনালী দফাদার, ইনচার্জ সাতক্ষীরা ধর্মপল্লী, সাংবাদিক মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি দৈনিক আজকের কন্ঠস্বর।এছাড়া বক্তব্য রাখেন মিঃ গোবিন্দ দাশ ফেডারেশন সভাপতি, মিসেস: ফরিদা পারভীন কমিউনিটি চেঞ্জ মেকার সভাপতি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিও মি: ধীমান রায়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিডিএ মি: মিলন সেন,সিডিএ তৃষ্ণা বৈরাগী প্রমূখ।প্রধান অতিথি তার বক্তব্য বলেন আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস১৯৪৮ সালে শুরু হয়েছিল এবং ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের ইতিহাস ও অর্জন গুলিকে সম্মান জানাতে প্রতিবছর অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ২৮ শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে কারিতাস আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় সদর উপজেলায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন করা হচ্ছে। ১৯৪৮সালে মার্কিন ক্রেডিট ইউনিয়ন ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রথম জাতীয় ক্রেডিট ইউনিয়ন দিবস শুরু করে। তারপর ১৯৬৪সালে বিশ্বব্যাপী ক্রেডিট উন্নয়নকে সমর্থন করার জন্যCUNA ইন্টারন্যাশনাল তৈরির মাধ্যমেCUNA তার লক্ষ্য প্রসারিত করে।

