মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।  যশোরের মনিরামপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর)  উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অফিসের উদ্যোগে আলোচনা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার রনজিত কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, ওসি (তদন্ত) বদরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সমবায় সমিতির সভাপতি তরুন শীল, উপজেলার পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতি লিঃ এর স্বত্ত্বাধিকারী অর্জুন রায়, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল প্রমুখ। সভায় সমবায় অফিসার জানান, উপজেলা সমবায় অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বেকার যুবক ও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিসহ আর্থিক সহযোগিতা দিয়ে তাদের স্বনির্ভর করা হচ্ছে। এর মধ্যে রয়েছে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্প রয়েছে। এ প্রকল্পের আওতায় উপজেলায় দুই হাজার আট’শজন বেকার যুবক ও মহিলাদের মাঝে ২৯ কোটি ৪০ লক্ষ টাকার প্রাণিসম্পদ বিতরণ করা হয়। এছাড়াও সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্প ও দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প রয়েছে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version