তেরখাদা প্রতিনিধিঃ খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীকে খুলনা জেলা বিএনপির চলমান আহবায়ক কমিটির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রিয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুলনা-০৪ আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বার বার নির্বাচিত সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল হোসেনের নেতৃত্বে আজ ২ নভেম্বর বিকেল ৫টার দিকে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব গেটে তেরখাদা-খুলনা সড়কের উপর সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মোঃ দেলোয়ার হোসেন দিলু ও কে এম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম লাখু, আব্দুল হক সিকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ, বিএনপি নেতা মোঃ দেলোয়ার হোসেন, মোঃ লালিম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ গোলজার আলম, ইউনিয়ন বিএনপি নেতা লুনিক লস্কর, সাবেক ছাত্রনেতা সরদার জিয়াউর রহমান, উপজেলা জাসাসের সদস্য সচিব মুন্না পারভেজ, বিএনপি নেতা আশরাফ শেখ, এনামুল শেখ, এমদাদুল হক টনি, বাহার শেখ, আজিজ শেখ, দাউদ শেখ, তুষার মল্লিক, সাবু শেখ, সোহেল শেখ, মোঃ বনি আমিন, ছাত্রনেতা সাহেদ। সমাবেশে বক্তারা বলেন মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে খুলনা জেলা বিএনপি অচীরেই আরও সুসংগঠিত হবে। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে সকলের প্রতি উদাত্ত আহবারন জানান।
সংবাদ শিরোনাম
- সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে- নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার
- কুয়াকাটায় রাস উৎসব উপলক্ষে চলছে শেষ মুহুর্তের সাজ সজ্জার কাজ
- কচুয়ায় জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
- কচুয়ায় বিএনপির পক্ষ থেকে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
- যশোর ৪৯ বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী ও কসমেটিক্স সামগ্রী আটক
- মুক্তিযোদ্ধা সংসদ আশাশুনি উপজেলা কমান্ডের এডহক কমিটি অনুমোদন
- আশাশুনির খাজরায় শালিসী বৈঠকে হামলার অভিযোগ
- সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটে ভর্তি উৎসব উদযাপন
সোমবার, নভেম্বর ৩ ২০২৫


