
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। নবজীবন ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভর্তি উৎসব ২০২৬। সকাল থেকেই ইনস্টিটিউট প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পদচারণায় মুখরিত। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়, এরপর শিক্ষার্থীদের গান, কবিতা ও নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
প্রতিষ্ঠানটির সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ বোরহান আলী, এডুকেশন কো-অর্ডিনেটর মো. রেজোয়ান হাসান খান চৌধুরী, এবং এইচ আর সিরাজুল ইসলাম, হেড অব একাউন্ট সরদার আল মাসুম, নবজীবন ডায়গনস্টিকের এডমিন রাশিদ হাসান খান ও রেজিস্ট্রার জহির রায়হান জয়।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “ভর্তি উৎসব শুধু নতুন শিক্ষার্থী গ্রহণের অনুষ্ঠান নয়, এটি ভবিষ্যতের আলোকিত নাগরিক গঠনের প্রথম পদক্ষেপ।” অনুষ্ঠানের শেষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দিনটি ছিল সত্যিই নবজীবন পরিবারের জন্য এক স্মরণীয় ও আনন্দঘন মুহূর্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল বাকী, সহকারী শিক্ষক মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, আব্দুল্লাহ আল মামুন, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, অতনু বোস, প্রিতম দাস, ফাহাদ হোসেন, আরিজুল ইসলাম, মাসুম বিল্লাল প্রমূখ।

