
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ৮দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বিকাল ৪ টায় মাহাজনপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কুল্যা ইউনিয়ন আমীর, চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও ডাঃ রিফাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারী মেহেদী হাসান, শাহজাহান আলী, সবুজ হোসেন, যুব বিভাগের হাবিবুল্লাহ বাহার হাবিবী, জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় কচুয়া দল চ্যাম্পিয়ন হয়েছে। রেফারির দায়িত্বে ছিলেন বরুণ সরকার।
