
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। ‘জনবান্ধব আধুনিক শহর’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব শহর দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার পানি সরবরাহ শাখা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ‘সঠিক পানি ব্যবস্থাপনা ও জনবান্ধব সাতক্ষীরা পৌরসভা বিনির্মাণে তরুণদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. ইদ্রিস আলী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক হারাধন দেবসহ অন্যান্য কর্মকর্তা, তরুণ প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, একটি জনবান্ধব ও আধুনিক শহর গঠনে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তরুণ প্রজন্মের উদ্যোগ ও টেকসই পানি ব্যবস্থাপনার সমন্বয়ে সাতক্ষীরাকে একটি বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শহর উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

