
আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। এশিয়া কাপ রাইজিং স্টার্স বা ‘এ’ দলের এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আকবর আলীকে অধিনায়ক করা হয়েছে। টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টের দলে অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার জাওয়াদ আবরার জায়গা পেয়েছেন।
এবারের ‘এ’ দলের এশিয়া কাপ হবে কাতারের দোহায়। স্বাগতিক হলেও কাতার টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। ‘এ’ গ্রুপে বাংলাদেশসহ আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
আগামী ১৪ নভেম্বর পাকিস্তান এবং ওমান ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। পরদিন হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ১৭ ও ১৯ নভেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ নভেম্বর।
বাংলাদেশের ঘোষিত দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি। অঙ্কনকে ‘এ’ দলের এশিয়া কাপে নেওয়ার অর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ নভেম্বর শুরু হওয়া দুই টেস্টের সিরিজে থাকছেন না তিনি।
বাংলাদেশ ‘এ’ দল: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী, মাহিদুল অঙ্কন, রাকিবুল হাসান, মেহরব হোসাইন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফ্ফার সাকলাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

