নড়াইল প্রতিনিধি।। নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার কাজী আফসারুল ইসলামের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আসর নামাজ বাদ জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইদিন সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত ৩০ অক্টোবর দুপুরে আফসারুল ইসলাম নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান।
আফসারুল ইসলামের জানাজায় অংশগ্রহণ করেন-নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম, খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা-৩ আসনের প্রার্থী মরহুম আফসারুল ইসলামের জামাতা রকিবুল ইসলাম বকুল, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অনেকে।
আফসারুল ইসলাম পুলিশের পুলিশের এআইজি শামীমা পারভীন শিল্পীর বাবা।
| উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ | প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি | প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল | বার্তা সম্পাদকঃ আব্দুল বারী |
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫