নিজস্ব প্রতিবেদক।। বরিশালের উজিরপুরে গোপন সংবাদের ভিত্তিতে ও এলাকাবাসীর সহযোগিতা অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো: আহাম্মেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্যরা। মাদক কারবারি হলেন হারতা ইউনিয়নের কাউয়ারেখা গ্রামের মৃত আলি খানের ছেলে।
রোববার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মিয়ারহাট এলাকায় ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ আশিক মোল্লা ও ইউনিয়ন ভিডিপি দলনেতা সুজন হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি মোহাম্মদ আলীকে আটক করা হয়।
এ সময় তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর আনসার ও ভিডিপি সদস্যরা ইয়াবা সহ মাদক কারবারি মোহাম্মদ আলীকে উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আনসার প্লাটুন কমান্ডার মোঃ আশিক মোল্লা বলেন, সমাজের যুবকদের মাদক থেকে রক্ষার জন্য আনসার ও ভিডিপির মাদকবিরোধী অভিযান কার্যক্রম অভ্যাহত থাকবে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি বরিশাল অফিস সুত্রে জানাযায়, বাহিনীর মহাপরিচালক বাংলাদেশে মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতির আলোকে ভিডিপি সদস্যরা অতীতেও একাধিক মাদক সেবী ও কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
তাই মাদক নির্মূলে সাহসিকতা ও আন্তরিকতার জন্য জল্লা ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মোঃ আশিক মোল্লা ও ইউনিয়ন ভিডিপি দলনেতা সুজন হাওলাদারকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা।


