কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।
অশোক মুখার্জি কলাপাড়া পটুয়াখালী সোমবার (১০ নভেম্বর) বেলা এগারোটায় বেসরকারী সংস্থা আভাস, জিপিইউএস এবং ডিইউএসজিএসএস এর আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মোকছেদুল আলম, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান ও উপকূলীয় অঞ্চলে স্থানীয় নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, প্রতি বছর প্রাকৃতিক দূর্যোগ এ অঞ্চলে আঘাত হানে। এতে সব শ্রেনী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ থেকে পরিত্রানে আমাদের প্রয়োজন দীর্ঘ মেয়াদী সুরক্ষা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন।


