জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রণোদনা সরিষা, গম, সূর্য্যমুখী, পেয়াজ, মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কর্তৃক মনোনীত ১  হাজার ৫০০ সরিষা চাষী ও ১০ জন উপসী সূর্য্যমুখী চাষীকে ১০ কেজি করে ড্যাব, ১০ কেজি করে এমওপি সার ও এক কেজি করে বীজ প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিঃ উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ জামাল উদ্দীন, অতিঃ উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version