জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৬ গ্রামের ৩০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেকে ৮টি কংক্রিটের খুটি, ৭ টি ঢেউটিন ও ১ সেফটি করে কাঠের বাতা ও পেরেক, তারকাটা, জিআইতার বিতরন করা হয়েছছে। বৃহস্পতিবার সকালে আনুলিয়ায় এ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
UK International Development এর আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশীপ— নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের কনসোডিয়াম পার্টনারের মাধ্যমে উপকুলীয় এলাকার মানুষের দুর্যোগ সহনশীল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অনেকগুলো কাজের মধ্যে ঘরবাড়ী রক্ষার জন্য বিশেষ করে দুর্যোগ সহনশীল টেকসই ঘরবাড়ী নির্মানে অন্যতম কাজ পরিচালিত করছে। ,
উপকরন বিতরন অনুষ্ঠানে আনুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার শহীদুল ইসলাম (শহিদ) অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রেন্ডশীপ— নবপল্লব প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন ও আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ, সাংবাদিকবৃন্দ, উপকারভোগীগন সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। ইউপি সদস্য শহীদুল ইসলাম (শহিদ )বলেন, ফ্রেন্ডশীপ আমাদের এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের কাযর্ক্রম পরিচালনা করে আসছে যা এলাকার মানুষজনের অনেক উপকারে লাগছে। আজকে আপনারা যে উপকরন গুলো পেলেন তা অব্যশই সুষ্ঠুভাবে ব্যবহার করবেন কেননা আমরা যেকোন সময় দুর্যোগের কবলে পড়তে পারি সেজন্য আমাদের ঘরবাড়ী মজবুতে এটি অনেক সহায়ক হবে।
কমিউনিটি মোবিলাইজেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ বলেন, ফ্রেন্ডশীপ এই প্রকল্পের মধ্য দিয়ে উপকুলীয় এলাকার মানুষের দুর্যোগের সাথে লড়াই করে অনুকুল পরিবেশে বেঁচে থাকার জন্য হতদরিদ্র মানুষের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে, তারই প্রতিছব্বি আপনারা দেখতে পাচ্ছেন।
কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন বলেন প্রকল্পটি মুলত আশাশুনি উপজেলার ৩টি (খাজরা, আনুলিয়া, প্রতাপনগর) ইউনিয়নে কাযর্ক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনশীল ঘরবাড়ী নির্মানে সহায়তা প্রদান, ক্লাইমেন্ট রেজিলেন্স সাইক্লোন সেন্টার নির্মান, উদ্যেক্তা তৈরি, ক্লাইমেন্ট রেজিলেন্স ক্যাটেলসেট নির্মান, কালেকটিং রোড সংস্কারসহ বিভিন্ন ধরনের ক্লাইমেন্ট এ্যাকশন কাযর্ক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য নবপল্লব প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলায় কাযর্ক্রম পরিচালনা করছে।


